আগামীকাল বৃহস্পতিবার রাত ৮ টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ
আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮ টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা ১৫ সদস্যবিশিষ্ট হতে পারে।
বুধবার (৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ জামান। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “প্রফেসর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে, উনাকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে। ড. ইউনূসকে সব ধরণের সহায়তা করবে সেনাবাহিনী।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস যেহেতু আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে দেশে ফিরবেন, সেক্ষেত্রে বিকেলেই তার শপথগ্রহণ অনুষ্ঠান একটু টাইট হয়ে যাবে। সেজন্যই রাতে শপথ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!