কাঁঠালের মুচি পচা রোগ (Jackfruit Bud Rot Disease)
কাঁঠালের মুচি পচা রোগ Rhizopus sp. নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে।
রোগের লক্ষণসমূহঃ প্রথমে ফলের/ মুচির গায়ে বাদামি দাগ হয় তারপর আস্তে আস্তে কালচে হয়ে পচে যায়। পচা অংশে অনেক সময় ছত্রাকের সাদা মাইসেলিয়াম দেখা যায়। এই রোগের কারণে ছোট অবস্থায় মুচি পচে গাছ থেকে ঝরে পড়ে। বৃষ্টি ও ঝড়ো বাতাসে এ রোগ বাড়ে।
আক্রমণের সময়ঃ ফলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
প্রতিরোধ ব্যবস্থাপনাঃ আক্রান্ত মুচি ও ফল সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে বা মাটি পুতে ফেলতে হবে। ফল বেশি ঘন থাকলে পাতলা করে দিতে হবে। মুচিতে ১% বর্দোমিকচার বা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক (ডায়থেন এম-৪৫/ইন্ডোফিল এম-৪৫ প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে) অথবা কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক (যেমন-এমকোজিম ২ গ্রাম/ লিটার পানিতে মিশিয়ে ১২-১৫ দিন পরপর ২-৩ বার শেষ বিকেলে স্প্রে করতে হবে।
পূর্ব-প্রস্তুতিঃ গাছ থেকে ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার/পরিচ্ছন্ন করে দিতে হবে। পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দিয়ে পুরো গাছ ভালোভাবে স্প্রে করতে হবে। ভালো ফলাফলের জন্য নিয়মিত বাগান পরিদর্শন করতে হবে। গোঁড়ায় ধরা কাঁঠাল যাতে মাটির স্পর্শ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
পরিশেষে, গাছ রোগাক্রান্তের আগে ও রোগের লক্ষণ দেখা দেওয়ার প্রাথমিক পর্যায়ে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!