নালিম হলো খুলনা অঞ্চলের সম্ভাবনাময় একটি নতুন ফল
নালিম হলো বাঙ্গি জাতীয় ফল যা চাষাবাদে লাভবান হচ্ছেন খুলনার কৃষকেরা। অল্প পুঁজি বিনিয়োগ করে অধিক মুনাফা পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা এখন নালিম চাষের দিকে ঝুঁকছেন। বাণিজ্যিক মুনাফার কারণে কৃষকদের কাছে অন্যতম অর্থকরী ফসল হিসেবে গুরুত্ব পাচ্ছে নালিম চাষাবাদ। মাত্র ৩০ দিনে প্রতিটি গাছ থেকে হাজার টাকা আয় হচ্ছে কৃষকদের।
নালিমের বৈশিষ্ট্যঃ
- নালিম লাউ, কুমড়ার মতো লতা জাতীয় গাছ।
- গাছ মাচায় অথবা মাটিতে বিছিয়ে থাকে।
- নালিমের রঙ বাঙ্গির মতো। কাঁচা অবস্থায় এটি সবুজ কিন্তু পাকলে গাঢ় হলুদ ও ব্যাপক সুগন্ধি হয়।
- নালিম ফলটি চিনিমুক্ত স্বাদ বাঙ্গির মতোই। নালিম ফলের আকারটা একটু ছোট ও গোলাকার।
- প্রতিটি ফল ৩ থেকে সাড়ে ৪ কেজি পর্যন্ত হয়ে থাকে।
- প্রায় ৩ মাসের জীবনকাল থাকায় খুব অল্প সময়ে কৃষকরা এটি বিক্রির মাধ্যমে নগদ অর্থ ঘরে তুলতে পারে।
- এটির চাষাবাদ পদ্ধতি বাঙ্গির মতোই। তবে গাছের গোড়ায় পানি জমে থাকা যাবে না।
ডুমুরিয়া উপজেলার শরাফপুর এলাকার মো. সারোয়ার হোসেন সরদার বেড়াতে গিয়ে নালিম দেখে পছন্দ হলে, মাত্র ৪টি নালিম বীজ নিয়ে আসেন। তিনি বাড়িতে ফিরে সেই ৪টি বীজ বপন করেন। সেই গাছের ফল সংগ্রহ করে বীজ তৈরি করেন। চলতি বছরের ভাদ্র মাসে সেই বীজ মাদা করে রোপণ করেন। রোপণের মাত্র ২৮/৩০ দিনের মাথায় ফল বিক্রি শুরু করেন তিনি। প্রতিটি নালিম বিক্রি করেন ৩০-৫০ টাকায়।
নালিম চাষাবাদে পরিচর্যা তেমন লাগে না। লবণাক্ত জমিতেও এর চাষাবাদ করা যায়। নালিমের মাদায় জৈব সার ব্যবহার করা যায়।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জানান, নালিম একটি উচ্চমূল্যের ফসল। ডুমুরিয়ার আবহাওয়া নালিম চাষের জন্য অনুকুল। ডুমুরিয়ার ঘেরের আইলে সবজির পাশাপাশি এটা চাষ করলে কৃষক অত্যন্ত লাভবান হবেন। এটি সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করবে এবং আগামীতে এর আবাদ এলাকা আরও বৃদ্ধি পাবে।
খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, নালিম বাঙ্গির অনুরূপ একটি ফল। এটির বাণিজ্যিক গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে এটির চাষ আরও বাড়বে। আমরা সে লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। বাঙ্গির বিকল্প ফল হিসেবে নালিম মানুষের কাছে জনপ্রিয়। নালিম খেলে শরীর ঠাণ্ডা ও সতেজ হয়। বাণিজ্যিক মুনাফার কারণে জেলার কৃষকদের কাছে অন্যতম অর্থকরী ফসল হিসেবে গুরুত্ব পেতে শুরু করেছে নালিম চাষাবাদ।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!