নিম পাতা থেকে কার্যকারী প্রাকৃতিক কীটনাশক প্রস্তুত প্রণালী
নিম পাতা দিয়ে কার্যকারী জৈব কীটনাশক তৈরি করা যায়। রাসায়নিক কীটনাশকে যে সব পোকা মরে না, সেসব পোকামাকড় নিমের তৈরি জৈব বালাইনাশক দ্বারা দমন করা যায়। জৈব কীটনাশকের উৎস হিসেবে ‘নিম’ অত্যন্ত মূল্যবান বৃক্ষ হিসেবে আধুনিক বিজ্ঞানেও স্বীকৃত।
রাসায়নিক কীটনাশকে সাধারণতঃ এক ধরনের বিষাক্ত পদার্থ বিদ্যমান থাকে যা মানুষ ও পরিবেশের জন্য অনিষ্টকর। কিন্তু নিম গাছের বিভিন্ন নির্যাস থেকে প্রস্তুতকৃত কীটনাশক রোগ বালাই দমনে বিশেষ কার্যকর ও পরিবেশ বান্ধব।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্য ও তত্ত্ব বিশ্লেষণ করে দেখা গেছে প্রায় ৩৫০ টি বিভিন্ন পোকামাকড়, ১৮ টি নিমাটোড, বেশকিছু ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাসঘটিত রোগের উপর নিমজাত বালাইনাশক হিসেবে কার্যকর। নিম গাছের পাতা, বাকল বা ছাল ও নিম বীজ হতে নির্যাস পাওয়া যায়। এ নির্যাস বীজ বাহিত মৃত্তিকাবাহিত বিভিন্ন ছত্রাকজনিত রোগ দমনে বিশেষ কার্যকর। যেমন ধানের বাদামী রোগ এবং গোড়াপঁচা রোগ, সবজির গোড়াপঁচা রোগ, ফসলের মরচে রোগ, পাউডারী মিলডিউ এবং ঝিমিয়ে পড়া রোগের ক্ষেত্রেও নিমের নির্যাস অত্যন্ত কার্যকর।
নিমভিত্তিক বালাইনাশক প্রস্তুত প্রণালী অনেকটা এরূপ: নিম ভিত্তিক নির্যাস প্রস্তুত করতে হলে ৫০০ গ্রাম পাতা এবং পরিত্যাক্ত ডালের ২৫০ গ্রাম ছাল বা বাকল ভালোভাবে থেতলে নিতে হবে। তারপর ৫ লিটার পানিতে থেতলানো নিমপাতা ছাল আগুনে গরম করতে হবে। পানি ফুটতে শুরু করলে ৫০ গ্রাম সাধারণ কাপড় কাঁচা সাবান, ১০ গ্রাম তুঁত, ৫ গ্রাম সোহাগা পর্যায়ক্রমে ঐ ফুটান্ত মিশ্রণে মিশাতে হবে। মিশ্রণটি ৪০-৫০ মিনিট ফোটানোর পর ঐ মিশ্রণ ঠান্ডা করে ছেঁকে নিয়ে ৫ (পাঁচ) গুন পানির সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে।
এ বালাইনাশকটি পাতার যে কোন পোকা ও ফল ছিদ্রকারী পোকা দমনে বিশেষ ফলদায়ক। নিম পাতা বীজ সংরক্ষণেও ব্যবহৃত হয় যা বীজকে পোকামাকড়মুক্ত রাখে এবং সংরক্ষিত বীজের অক্সিজেন নিয়ন্ত্রণের মাধ্যমে বীজের স্থায়ীত্ব বৃদ্ধি করে।
জৈব বালাইনাশক হিসেবে নিমের নির্যাস রাসায়নিক কীটনাশকের চেয়ে সস্তা, কার্যকর এবং পরিবেশ বান্ধব বিধায় রোগবালাই দমনে নিমের পাতা ও নির্যাস ব্যবহার অত্যন্ত উপকারী। এরই মধ্যে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়া সহ নানা দেশে জৈব বালাইনাশক হিসেবে নিমের ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!