পেপিনো মেলন (pepino melon), ফল এখন বাংলাদেশে চাষ হচ্ছে
পেপিনো মেলন (pepino melon) সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর একটি নতুন ফল। এর বৈজ্ঞানিক নাম Solanum muricatum। এই ফলে ৯৩% পানি রয়েছে। এ ফল কাঁচাও খাওয়া যায়। বাংলাদেশে প্রথম পেপিনোমেলন ফলের চাষ হচ্ছে রংপুরের মাটিতে।
রংপুরের পায়রাবন্দ উপজেলার পেশাদার কৃষক সেলিম শখের বসে বিদেশ থেকে মাত্র একটি চারা এনে এখন বানিজ্যিক ভাবে চাষ করছেন। অল্প খরচে বেশি ফলন হওয়ায় ভালো মুনাফার আশাও করছেন তিনি। এই ফলের আদি নিবাস দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায়।
রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, রংপুর অঞ্চলের মাটি উর্বর এবং আবহাওয়া অনুকূল হওয়ায় এখানে পেপিনোমেলন উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রথমবারের মতো দেশের মাটিতে পেপিনোমেলন নামের ফলটির চাষাবাদ শুরু হয়েছে রংপুর জেলাতে। দেখতে খানিকটা বেগুন কিংবা ডাবের মতো মনে হলেও এটি একটি ফল। গাছে ফুল ফোটার ৩০-৫০ দিনের মধ্যেই ফল পরিপক্ব হতে শুরু করে। এই ফলের ওজন ৩০০-৫০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এ ফলের বিচিও খাওয়া যায়।
চাষ পদ্ধতি সহজ ও খরচ কম হওয়ায় এই ফলে লাভের পরিমাণও তুলনামূলক বেশি। এছাড়া সেলিমের সাফল্য দেখে এই ফল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অন্য কৃষকরাও। ফলে তিনি চারা বিক্রি করেও লাভবান হচ্ছেন।
পুষ্টিবিদদের মতে, ক্যান্সার প্রতিরোধী এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলটি শরীরের জন্য খুবই কার্যকরী। তাই সুস্বাদু ও মুখরোচক পেপিনোমেলন চাষ, আমাদের দেশে এক সম্ভবনাময়ী ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।
পেপিনো মেলন ফলের পুষি ও ঔষুধিগুণঃ High Blood pressure বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে পেপিনো মেলন একটি অসাধারণ ফল। এতে পরিমানমত পটাসিয়াম থাকে এবং সোডিয়ামের পরিমাণও থাকে কম। পেপিনো মেলন ফলের প্রধান সুবিধা হলো- হৃদরোগ, উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো পরিস্থিতি প্রতিরোধে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এটি ডায়াবেটিস রোগেও জন্য বেশ উপকারী। এই ফলে এন্টিওক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখবে। এছাড়াও এই ফলে ভিটামিন-এ, ভিটামিন বি কমপ্লেক্স এবং অল্প পরিমাণে ভিটামিন সি রয়েছে।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!