ভয়াবহ ঘূর্নিঝড় ‘স্পার্ক’ বা ফুলকি ধেয়ে আসছে
শক্তিশালী বজ্রবৃষ্টি বলয় ‘স্পার্ক’ বা ফুলকি ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফেসবুকে দেওয়া তথ্যে তারা এ বজ্রবৃষ্টির সম্ভাব্য সময় জানায় বৃহস্পতিবার থেকে ১০ জুন পর্যন্ত। তবে শুক্রবার থেকে বজ্রবৃষ্টির বে বড়বে।
তারা জানায়, ‘ফুলকি’ চলতি বছরের ৭তম বৃষ্টি বলয় এবং তৃতীয় পুর্ণাঙ্গ বৃষ্টি বলয়।
ফেসবুকে তারা জানায়, একটানা দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
তারা আরো জানায়, ‘যেহেতু এটি পুর্ণাঙ্গ বৃষ্টি বলয় তাই দেশের ৬৪ জেলায় কমবেশি বৃষ্টি থাকবে।
‘বৃষ্টি বলয় ফুলকি চলাকালে তাপপ্রবাহ স্বাভাবিক থাকবে এবং কালবৈশাখী হবে’।
‘ফুলকির কারণে সবচেয়ে বেশি বজ্রপাত হতে পারে, সিলেট, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে।’
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, বৃষ্টি বলয় ফুলকির সবচেয়ে ভয়াবহ বিশয় হলো ‘লাল বজ্রপাত’। যা সাধারণ বজ্রপাত অপেক্ষা অনেক শক্তিশালি।
‘লাল বজ্রপাত ঝুঁকিতে আছে খুলনা, যশোর, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা ও এর পার্শ্ববর্তী এলাকা।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!