সংসদ ভবন থেকে ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীকে দিলেন শিক্ষার্থীরা
সংসদ ভবন থেকে লুট করা ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৫ আগষ্ট) বিকেলে এ টাকা উদ্ধার করে শিক্ষার্থীরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থে্কে পালিয়ে গেলে সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং গণভবনের ভেতরে উল্লাস করে ছাত্র জনতা। জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিভিন্ন ব্যক্তি যেসব মালামাল নিয়ে যেতে চেয়েছিলেন, তাঁদের অনেকের কাছ থেকে সেসব মালামাল উদ্ধার করে ছাত্ররা সেগুলোকে এক জায়গায় জড়ো করেছিলেন। সেগুলোর মধ্যে বিভিন্ন আসবাবপত্র ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামাদি, বইপত্রসহ নানা জিনিস ছিল।
নোমান আব্দুল্লাহ নামে একজন ফেসবুক ব্যাবহারকারী ভিডিও শেয়ার করে বলেন, ‘লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!