কৃষি সমবায়।কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পন্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণন
সমবায় একটি Concept বা ধারণা, একটা Movement বা অবস্থান পরিবর্তনের আন্দোলন। জীবন যাত্রাপথে স্বচ্ছতা আনায়নে কিছু উদ্যোগী মানুষ সমমনা হয়ে একই ঘরের সদস্য স্বরূপ একই ঘরে অবস্থানের মত সহাবস্থানের একটি জোট গঠনের প্রত্যয় ব্যক্ত করে সামান্য পূজি ধাপে ধাপে একটা পাত্রে সঞ্চয়ের মাধ্যমে একে অপরকে সহযোগীতা দান এবং একে অপরের কল্যান চাওয়ার নামই হচ্ছে সমবায়।
কৃষি সমবায় সমিতিঃ
কৃষি সমবায় সমিতি হচ্ছে- যেখানে কৃষকদের কৃষি কাজ করার জন্য আর্থিক, ও বিভিন্ন সেবা প্রদান করে থাকে,তাকে কৃষি সমবায় সমিতি বলে।
কৃষি সমবায়ের ভিত্তিঃ
আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হওয়ায় কৃষি খুব ব্যায়বহুল হয়ে পরেছে। ফসলের বাম্পার ফলন হলে কখনো কখনো বাজার দর এতো কমে যায় যে উৎপাদন খরচটুকু পর্যন্ত কৃষকের উঠে আসেনা। যদি এলাকায় তাঁদের নিজস্ব কোনো ফসল প্রক্রিয়াজাত কেন্দ্র বা বড় গুদাম থাকতো তাহলে উক্ত আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যেত। খুব বড় বা ধনী কৃষক না হলে কোনো একজন কৃষকের একার পক্ষে এ সুবিধাগুলো অর্জন সম্ভব না হলেও প্রত্যেক সমবায়ী কৃষক তার জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করবেন। মুলত এটাই কৃষি সমবায়ের ভিত্তি।
কৃষি সমবায়ের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
১. কৃষি সমবায় আধুনিক কৃষি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ ও ব্যবহারে কৃষকদের সক্ষম করে গড়ে তোলা।
২. পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তিসমুহ যেমন- শস্যপর্যায় করা, নিবিড় ও সমন্নিত চাষাবাদ পদ্ধতি ব্যবহার,সমন্নিত দমন পদ্ধতি ব্যবহার,যান্ত্রিক উপায়ে ফসল সংগ্রহ ও সংগ্রত্তোর পরির্চযা, পরিবহণ, গুদামজাতকরণ ও বিপণন সব ক্ষেত্রেই কৃষি সমবায় কৃষকদের উচ্চ মাত্রার সক্ষমতা এনে দেওয়া।
৩. কৃষককে হঠাৎ বিপর্যয় সহনশীলতাও জোগায় কৃষি সমবায়। এছাড়াও কৃষি সমবায় কৃষকদের পারস্পরিক অভিজ্ঞতা একে অপরের সাথে বিনিময় করতে পারার প্লাটফোর্ম হিসেবে কাজ করে।
৪. কৃষি সমবায় কৃষকদের সামান্য পুঁজি দিয়ে শুরু করে ধাপে ধাপে তা কাজে লাগিয়ে অধিক মুনাফা অর্জন করতে সকলকে সহায়তা করে।
কৃষি সমবায়ের ভূমিকাঃ
কৃষির আধুনিকায়নের জন্য প্রয়োজন কৃষির আধুনিকায়ন। পাওয়ার টিলার, ট্রাক্টর থেকে শুরু করে ফসল উৎপাদনে বহু যন্ত্রপাতি কৃষি কাজে প্রয়োজন হয়। এসব যন্ত্রপাতি ক্রয়, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সমবায়ের মাধ্যমে যত তারাতারি সম্ভব, একক মালিকানায় তা সম্ভব না। সমবায়ের মাধ্যমে যে কোনো কৃষি যন্ত্রপাতি, কৃষির জন্য সার,বীজ, ঔষধ,খাদ্য ইত্যাদি উপকরণসমুহ সংগ্রহ করে ব্যবহার করলে বাংলাদেশে কৃষির উৎপাদনশীলতা যে কোনো উন্নত দেশকে ছাড়িয়ে যাবে। এছাড়াও বীজ,সার,গবাদিপশু, পাখি, মাছ, মাছের খাদ্য এমনকি রোগ বালাই নিবারক ঔষুধেও একটা বড় অংশ সমবায়ের ভিত্তিতে উৎপাদন করা যায়।
কৃষিতে প্রয়োজনীয় পরিমাণ ঋণ প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক। রেজিস্ট্রিকৃত কৃষি সমবায় হলে স্বেচ্ছাসেবক ঋণদাতা প্রতিষ্ঠান ঋণ দিতে স্বাচ্ছন্দবোধ করেন। কেননা ঋণদাতার নিবন্ধনকৃত পরিচয় আছে, ঋণের অর্থের সুষ্ঠু ব্যবহারের নিশ্চয়তা আছে এবং সর্বোপরি, সময়মতো ঋণ পরিশোধের নিশ্চয়তা সমবায় দিতে সক্ষম।
কৃষি সমবায়ের ভিত্তিতে কৃষি পন্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনঃ
কৃষি সমবায়ের মাধ্যমে উৎপাদিত কৃষি পন্য যেমন-শস্য,ফুল,ফল,তন্তু, দুধ, ডিম, বীজ,চামড়া ইত্যাদি সঠিকভাবে বিপণনের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা যায়। কৃষি সমবায়ের মাধ্যমে এমনভাবে কৃষি পন্য উৎপাদন করা হয় যেন তা উৎপাদক ও ভোক্তার স্বাস্ব্যহানিকর না হয় এবং সেই সাথে যেন তা পরিবেশবান্ধব হয়। কৃষি ক্ষেতে ও খামারে যাতে কোনো প্রকার রোগ ও পোকামাকড়ের উপদ্রপ না হয় এবং হলেও যেন তা কার্যকরভাবে নিরাপদ রাখা যায় তার ব্যবস্থা রাখার পাশাপাশি উৎপাদিত পন্য যাতে নিরাপদে সংগ্রহ করা যায় সেদিকেও লক্ষ রাখা হয়। সংগ্রহের পর পরিবহনের জন্য কিছু কাজ যেমন বাছাই-ছাটাই, ঝাড়াই-মাড়াই, শ্রেনী বিভাজন, প্যাকেটজাতকরণ ইত্যাদি কাজ পন্যের মান ধরে রাখার জন্য করা হয়ে থাকে। এছাড়াও সঠিক সময়ে পন্য বিপণনের জন্য কম বা বেশি সময়ের জন্য পণ্য গুদামজাত করে রাখা প্রয়োজন। কৃষি পণ্য গুদামজাত করতে উপযুক্ত পাত্র যেমন দরকার তেমনি গুদামের পরিবেশও সৃষ্টি করতে হয়।ধান,গম,ভুট্টা ও বিভিন্ন ডাল জাতীয় পণ্য নির্দিষ্ট পরিমাণ শুকানোর প্রয়োজন হয়(আর্দ্রতা ১২% থাকতে হয়) এবং তা বায়ুরোধক পাত্রে রেখে পাকা গুদামে রাখতে হয়। একজন ধনী কৃষকের একার পক্ষে তা সম্ভব হয় না কিন্তু এই সকল আয়োজন কৃষি সমবায় সহজেই আয়োজন করতে পারে।
পরিশেষে বলা যায় যে, সমবায় সংগঠন হচ্ছে কৃষি সমবায়ের হৃদপিণ্ড। তাই সমবায় অধিদপ্তর প্রণীত কৃষি সমবায়ের গঠন নীতি অনুসারে প্রতিটি কৃষি সমবায়ের ‘সমবায় সংগঠন’ গড়ে তোলা উচিত। কেননা সমগ্র কৃষি কাজ,কৃষি পণ্য উৎপাদন ও বিপণনের জন্য একটি দক্ষ সংগঠন গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!