True Potato Seed (TPS) Production Technology in Bangladesh
True Potato Seed ( TPS ) Production Technology বা আলুর সত্য বীজ উৎপাদন কৌশল: সাধারণভাবে আমরা যেভাবে আলু রোপণ করি সেভাবেই আলুর বীজ রোপণ করতে হবে। আলুর বীজ রোপণের পর যখন গাছ একটু বড় হবে তখন আলুর Grown Surface এর Stolon গুলো কেটে ফেলতে হবে। কারণ যদি আমরা এই স্টোলনগুলো না কাটি তবে এগুলো টিউবার এ পরিণত হবে। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে Vegetative growth বাড়ানো। তাই স্টোলনগুলো কেটে দিলে নিচের দিকে Tuber form না করে Vegetative growth বাড়বে।
এবার আসা যাক, কিভাবে আমরা True Potato Seed উৎপাদন করবো?
True Potato Seed উৎপাদন করতে হলে আলুর গাছে flowering/ ফুল আসতে হবে। আলুর ফুল আসতে অনেক বেশি আলোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আলুর গাছে দ্রুত ফুল আসার জন্য Artificial light ব্যবহার করতে হবে ( প্রায় ১৬ ঘন্টা)। এভাবে ফুল আসতে প্রায় ৪০ দিন সময় লাগতে পারে। জিবেরেলিক এসিড ( GA3 ) স্প্রে করতে হবে।
ফুল আসার পর আলুর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সিলেক্টিভ জাতের সাথে (যেমন বারি আলু-২০ ) ফুলগুলোকে pollination করতে হবে। এভাবে pollination করার ৪৫-৪৮ দিন পরে আলুর গাছে ফুল থেকে ফল আসবে। আলুর এই ফলগুলকে berry বলা হয়। আলুর এই berry গুলো mature হতে ৭৫-৮০ দিন সময় লাগে। berry গুলো দেখতে অনেকটা ছোট ছোট টমেটোর মতো। এই berry গুলো mature হওয়ার পর কাটলে ভিতরের অংশে অসংখ্য ছোট ছোট টমেটোর বীজের মতো আলুর বীজ পাওয়া যাবে।
আলু Tetraploid ( 2n=48 ), Cross Pollinated crop. তবে ৫% selfing হতে পারে। তাই আলু থেকে প্রাপ্ত বীজ মাঠে লাগালে সব গাছ একই বৈশিষ্ট্য সম্পন্ন নাও হতে পারে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট Parents Selection এর মাধ্যমে tuber Production করে টিপিএস এর দুটি জাত অবমুক্ত করে। যেমন- বারি টিপিএস-১ এবং বারি টিপিএস-২।
True Potato Seed Production এর সুবিধাঃ berry গুলোতে অসংখ্যা বীজ থাকায় একটি berry এর বীজ দিয়ে অনেকগুলো টিউবার উৎপাদন করা যায়। বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায় এবং পরিবহনে জায়গা কম লাগে। স্টোরেজে করার প্রয়োজন হয় না। অন্যান্য আলুর তুলনায় রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে।
How useful was this post?
Click on a star to rate it!
We are sorry that this post was not useful for you!
Let us improve this post!
Thanks for your feedback!